জাতীয়

২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ৯.৬৬ শতাংশ

ঢাকা, ১৭ সেপ্টেম্বর – গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি এবং শনাক্ত হয়েছেন ১৪১ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৩৬৩ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৩৯ জন এবং শনাক্ত ২০ লাখ ১৭ হাজার ৮৭জন। শনিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৪৬০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৪৬০টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৯ দশমিক ৬৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২২

Back to top button