ঢাকা
কামকাঙ্গীরচরে গোডাউনে ভয়াবহ আগুন
ঢাকা, ১৭ সেপ্টেম্বর – রাজধানীর কামরাঙ্গীরচরের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে কামরাঙ্গীরচরে ঝাউলাহাটি এলাকা লোহার রেক তৈরির ওই টিনশেডের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আযাদ জানান, রাত পৌনে ১টার দিকে কামরাঙ্গীরচরে ঝাউলাহাটি এলাকার লোহার রেক তৈরির ওই টিনশেডের গোডাউনে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২২