ইউরোপ

ফ্রান্সে ধর্মঘট, বিপর্যয়ের মুখে ইউরোপের ফ্লাইট

প্যারিস, ১৬ সেপ্টেম্বর – ফ্রান্সে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকদের ধর্মঘটের কারণে শুক্রবার ইউরোপে ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। প্যারিস বিমানবন্দরের এবং বিমানবন্দরের ওপর দিয়ে উড়ে যাওয়া সব ফ্লাইটের প্রায় অর্ধেক বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইনসগুলো। খবর রয়টার্সের।

এ ছাড়া গত কয়েক মাসে ধর্মঘট এবং কর্মীদের ঘাটতিতে এয়ারলাইনসগুলো হাজার হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।

ফরাসি এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিয়ন এসএনসিটিএ এক বিবৃতিতে বলেছে, তাদের সদস্যরা মুদ্রাস্ফীতির প্রভাব এবং কর্মী সংকটের কারণে ধর্মঘট করছে।
অন্যদিকে রায়ানএয়ার এয়ারলাইনস বলেছে, ‘এটি ব্যাখ্যাতীত যে তাদের ধর্মঘটের কারণে হাজার হাজার ইউরোপীয় নাগরিক/ভ্রমণকারীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হবে। ‘

কানাডিয়ান ভ্রমণকারী সেড্রিক জুট্রা বলেছেন, ‘এতে ধকল হচ্ছে, আমাদের খুব দ্রুত একটি সমাধান খুঁজে বের করতে হবে। কারণ আমাদের অন্য জায়গায় হোটেলে বুকিং করা আছে। ‘

বুধবার এয়ার ফ্রান্স বলেছিল, তারা সংক্ষিপ্ত এবং মাঝারি দূরত্বের ফ্লাইটের মাত্র ৪৫ শতাংশ এবং দীর্ঘ দূরত্বের ৯০ শতাংশ ফ্লাইট পরিচালনা করবে।

আইরিশ এয়ারলাইনস জানিয়েছে, ধর্মঘটের কারণে ফ্রান্সের ওপর দিয়ে উড়ে যাওয়া ৪২০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে ৮০ হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনা প্রভাবিত হয়েছে। এবং স্বল্প খরচের এয়ারলাইনস ইজিজেট জানিয়েছে, তারা ধর্মঘটের কারণে ৭৬টি ফ্লাইট বাতিল করেছে।

বার্সেলোনাগামী ফ্লাইটের একজন স্প্যানিশ যাত্রী জাভিয়ের ভিয়ানুয়েভুয়া বলেছেন, ‘আমি আজ সকালে জানতে পারি যে আমার ফ্লাইটটি বাতিল করা হয়েছে। আমি পুনরায় বুকিং করতে পেরেছি, কিন্তু এটি সুখকর নয়। কারণ এভাবে দিনের শুরু বেশ কঠিন। ‘

কিছু স্থানীয় বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিএসি এয়ারলাইনগুলোকে তাদের ফ্লাইটের সময়সূচী অর্ধেক করতে বলেছিল। এছাড়া মন্টপেলিয়ার এবং রেনেসসহ দেশের অন্যান্য বিমানবন্দরগুলোতে ‘উল্লেখযোগ্য বিলম্ব’ দেখা গেছে।

এদিকে প্যারিস বিমানবন্দর অপারেটর গ্রুপ এডিপির একজন মুখপাত্র বলেছেন, ‘সবকিছু খুবই শান্ত, কারণ যাত্রীদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল এবং তারা বিমানবন্দরে যাননি। ‘

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তারা স্বল্প-দূরত্বের সময়সূচীতে অল্প সংখ্যক পরিবর্তন করেছে। যেসব যাত্রীদের ফ্লাইট বাতিল করা হয়েছে তাদের পুনরায় বুকিং অথবা অর্থ ফেরত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

প্রতিবেশী দেশগুলোর প্রধান বিমানবন্দরগুলোতেও ধর্মঘটের প্রভাব পড়েছে বলে জানা গেছে। স্প্যানিশ বিমানবন্দর অপারেটর এইএনএ জানিয়েছে, তারা ৬৫ টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে৷

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৬ সেপ্টেম্বর ২০২২

Back to top button