নিপুণ একটা বাজে মেয়ে : পীরজাদা হারুন
ঢাকা, ১৬ সেপ্টেম্বর – ‘নিপুণ একটি বাজে মেয়ে, তার স্বভাব চরিত্রেও প্রবলেম আছে বহুবিধ। তাই সে নিজেকে স্বাভাবিক জীবনযাত্রায় নিয়োজিত রাখতে না পেরে অস্বাভাবিক পথ বেছে নেয় আর এ কারণেই কিন্তু তাকে বিতর্কিত হতে হয় প্রায়শ। একমাত্র আমিই তার ভবিষ্যতের বিষয়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম- কারণ আমি তো বিচারক ছিলাম, আর এই বিচারকগণ বাস্তবতার প্রমাণ, কাগজপত্র যাচাই-বাছাই করেই কিন্তু আদেশ দিয়ে থাকেন আর আমিও নিপুণের বিষয়ে সকলকিছু সঠিকভাবে, ন্যায়সঙ্গতভাবে বিচার ও বিশ্লেষণ করেই আমার আদেশ দিয়েছিলাম, এতে কিন্তু বিন্দুমাত্র আমার কোনো স্বার্থ ছিল না আর তাতে কে কি বলল, সেটা আমি পরোয়া করি না, কারণ আমিই সঠিক ছিলাম আর আমি জানি সঠিক সকল সময়ই সত্য এবং সত্য একদিন প্রকাশ পাবেই, সন্দেহের কোনো কোনো বেড়াজাল যদিও সত্য প্রকাশকে মাঝে মাঝে বিলম্বিত করে ঠিকই কিন্তু তা সাময়িক, পরে কিন্তু আসল সত্যি ঠিকই বের হয়ে আসে। তাই আমিও তার মেয়ের বিষয়ে সঠিক আদেশটিই উন্মুক্ত আদালতে দিয়েছিলাম।
গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে নিপুণের একটি ছবি এবং সেই সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে নিপুণকে ‘বাজে মেয়ে’ বলে উল্লেখ করেন পীরজাদা হারুন। তবে এমন ফেসবুক পোস্ট পড়ে কেউ চমকে যাবেন না। হয়তো অনেকে ভাবছেন সর্বসাম্প্রতিক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নিপুণ আক্তার ও পীরজাদা শহিদুল হারুনের মধ্যে কাদাছোড়াছুড়ি ফের শুরু হলো কি-না। আসলে এমন কিছুই না। ব্যক্তিগত কোনো ইস্যু নয়, সিনেমার চরিত্র প্রসঙ্গে এমন পোস্ট দেন পীরজাদা হারুন।
পোস্টের শেষ একটি লাইনে বিষয়টি পরিষ্কার করেন পীরজাদা হারুন।…..সিনেমা ‘বীরত্ব’ পরিচালনায় সাইদুল ইসলাম রানা। চরিত্র : নিপুণ ‘পতিতা’ আর আমি ‘বিচারক’।
আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) থেকে সারা দেশের ৩৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘বীরত্ব’। সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে উঠে আসা নিশাত নাওয়ার সালওয়া। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো আছেন আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, সাবিহা জামান, হান্নান শেলি, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্ণা, প্রণব ঘোষ, প্রিয়ন্তি গোমেজ ও শিশুশিল্পী মুনতাহা এমেলিয়াসহ অনেকেই।
উল্লেখ্য, সিনেমাতে একজন যৌনকর্মীর ভূমিকায় পর্দায় হাজির হয়েছেন নিপুণ। এই সিনেমার শুটিংয়ের জন্য বেশ কিছুদিন দৌলতদিয়ার যৌনপল্লীতে কাটিয়েছেন অভিনেত্রী। সিনেমাটিতে পীরজাদা হারুনও অভিনয় করেছেন। এখানে তিনি বিচারকের ভূমিকায় আছেন। মূলত দুজনের চরিত্রকে কেন্দ্র করেই উপরি-উল্লেখিত স্ট্যাটাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সিনেমাটির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, আমি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছি। দৌলতদিয়ার যৌনপল্লীতে গিয়ে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। যৌনকর্মীদের এখন ভোটাধিকার আছে। তাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে। তাদের জন্য বিভিন্ন ডাক্তার নিয়োগ করা হচ্ছে। ‘বীরত্ব’ থেকে আপনারা এ সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন। সে জন্যই ‘বীরত্ব’ দেখতে হলে আসতে হবে।
আইএ/ ১৬ সেপ্টেম্বর ২০২২