রূপচর্চা

গরমে ত্বক শীতল রাখতে যা করবেন

গরমে নাজেহাল ত্বকের খানিকটা বাড়তি যত্ন জরুরি। নাহলে ব্রণ, র‍্যাশ কিংবা ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন কীভাবে শীতল রাখবেন ত্বক।

দিনে কয়েকবার ঠান্ডা পানির ঝাপটায় ত্বক ধোয়ার চেষ্টা করুন।
মিন্ট ও শসার নির্যাস যুক্ত ফেসওয়াশ ব্যবহার করবেন।
হাতের কাছে ফেসিয়াল মিস্ট রাখুন। প্রয়োজন মতো স্প্রে করে নিন ত্বকে।
ময়েশ্চারাইজার, বডি লোশন বা ক্রিম ফ্রিজে রেখে ব্যবহার করুন।
শসা ফ্রিজে রেখে থেঁতো করে ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক থাকবে শীতল।
ত্বকে বরফ ঘষতে পারেন। পাতলা কাপড়ে মুড়ে তারপর ত্বকে চেপে চেপে লাগাবেন।
সমপরিমাণ শসার রস ও গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান।
গ্রিন টি গুঁড়া করে অ্যালোভেরা জেল ও টক দই মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

আইএ

Back to top button