কক্সবাজার কারাগারে এসএসসি পরীক্ষা দিল মাদক মামলার আসামি
কক্সবাজার, ১৬ সেপ্টেম্বর – কক্সবাজার জেলা কারাগার থেকে নয়ন শর্মা নামে এক মাদক মামলার আসামি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। তার জন্য বিশেষ একটি পরীক্ষা হল প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় সে। ইয়াবা মামলায় তার কারাদণ্ড হয় বলে জানা যায়।
কক্সবাজার কারাগারের জেল সুপার কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই পরীক্ষার্থীর বাড়ি টেকনাফ উপজেলায়। স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার। চট্টগ্রামের সাতকানিয়া থেকে ইয়াবাসহ আটক হওয়া ওই পরীক্ষার্থী। ইয়াবা মামলা তার কারাদণ্ড হয়। তবে সে পরীক্ষা দিতে জেলা প্রশাসনের কাছে আবেদন করে। তার আবেদন গৃহীত হয়। এরপর চট্টগ্রাম থেকে তাকে কক্সবাজার কারাগারে এনে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হয়েছে।
চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরুর একদিন আগে তাকে কক্সবাজার আনা হয় বলে জানান জেল সুপার। তিনি আরও বলেন, তার জন্য বিশেষ একটি পরীক্ষা হল প্রস্তুত করা হয়। এর আগে সকালে তার জন্য প্রশ্নপত্র ও খাতা নিয়ে আসেন একজন শিক্ষক। যার সঙ্গে ছিল পুলিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে সে। এভাবেই তার সব পরীক্ষা এখানেই বসেই দেবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ সেপ্টেম্বর ২০২২