আমিরাতে ইহুদি বিয়েতে হাজির ১৫ দেশের অতিথি
আবুধাবি, ১৬ সেপ্টেম্বর – সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন দেশের এক হাজার ৫০০ জন অতিথি নিয়ে বৃহৎ ঐতিহ্যবাহী ইহুদি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আবুধাবির হিলটন ইয়াস আইল্যান্ডে বিয়ের আয়োজন করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ইহুদি সম্প্রদায়ের প্রথম রাব্বি লেভি ডাচম্যান (২৯) লিয়া হাদাদকে (২৭) বিয়ে করেছেন। এটি ধর্মীয় প্রতীক ও ঐতিহ্যে পূর্ণ ছিল।
ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপনের দুই বছর পর এই বিয়ে অনুষ্ঠিত হলো। বিয়ের এই অনুষ্ঠানের আগে বর ও কনের জন্য আলাদা আলাদা অভ্যর্থনার ব্যবস্থা করা হয়। ঐতিহ্য অনুযায়ী, বিয়ের এক সপ্তাহ আগে বর কনে কেউ কারও সঙ্গে দেখা করেনি।
বিয়েতে কনে ও বরের বন্ধু ও আত্মীয়রা তাদের অভিনন্দন জানায়। রাব্বি লেভি ডাচম্যান, আমিরাত সরকারের জন্য এই বিয়েকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে।
তিনি বলেছেন, আমরা এখানে শুধু ভ্রমণ করতে আসিনি আমিরাতের অংশ হতে এসেছি।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, বিয়ের এই অনুষ্ঠানে ১৫ দেশ থেকে ১ হাজার ৫০০ অতিথি এসেছেন। বুধবার থেকে শুরু হওয়া বিয়ে উদযাপন আগামী সাত দিন ধরে চলবে।
আমিরাতের খ্রিষ্টান, ক্যাথলিক ও বৌদ্ধ সম্প্রদায়ের ২০ জনের বেশি ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন। এ ছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া ও ফিনল্যান্ড থেকে ২০ জনের প্রতিনিধি এই আয়োজনে অংশ নেন।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১৬ সেপ্টেম্বর ২০২২