শিক্ষা

প্রথম দিনে এসএসসিতে অনুপস্থিত সাড়ে ১৬ হাজার পরীক্ষার্থী

ঢাকা, ১৫ সেপ্টেম্বর – ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রথম দিন ১৬ হাজার ৬২৭ জন অনুপস্থিত রয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, দিনাজপুর, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে এবার মোট পরীক্ষার্থী ১৫ লাখ ৩০ হাজার ৮১৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১৮৮ জন। পরীক্ষায় অনুপস্থিত ১৬ হাজার ৬২৭ জন।

পরীক্ষার প্রথম দিন বহিস্কার হয়েছে চার জন পরীক্ষার্থী।

প্রসঙ্গত, এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১৫ লাখ ৩০ হাজার ৮১৫ জন।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৫ সেপ্টেম্বর ২০২২

Back to top button