ইউরোপদক্ষিণ এশিয়া

মোদি-পুতিন বৈঠক কাল

তাশখন্দ, ১৫ সেপ্টেম্বর – সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুই দিনের শীর্ষ সম্মেলন আজ বৃহস্পতিবার শুরু হয়ে আগামীকাল শুক্রবার শেষ হওয়ার কথা। সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দে পৌঁছেছেন।

সম্মেলনের এক ফাঁকে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে মোদির। এদিকে করোনা মহামারি শুরুর প্রথম বিদেশ সফরে গতকাল বুধবার কাজাখস্তান পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর এনডিটিভি ও সিএনএনের।

মোদি-পুতিন বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দিষ্টভাবে কিছু বলা না হলেও মঙ্গলবার গভীর রাতে ক্রেমলিন সূত্রের বরাতে দুই নেতার বৈঠকের খবর জানিয়েছে রয়টার্স। তাতে বলা হয়েছে, খাদ্য, সারসহ বাণিজ্য-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার কথা হবে।

দুই দিনের সম্মেলন শেষে আগামীকাল শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে মোদির। জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠক হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে মোদির আলাদাভাবে বৈঠক হবে না বলে জানা গেছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আসিম ইফতেখার এ কথা জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে শুধু জানিয়েছে, সম্মেলনে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় কয়েকটি বৈঠক করবেন। কিন্তু তা কাদের সঙ্গে, সে বিষয়ে ভারত এখনও নীরব। স্পটতই, দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে ভারত যথেষ্ট সাবধানতা অবলম্বন করছে।

শোনা যাচ্ছে, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকত মিরজিওয়েভ ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও মোদির বৈঠক হবে। জিনপিংয়ের সঙ্গে মোদির মুখোমুখি বৈঠক গত তিন বছর হয়নি। ২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধেছিল। সেই থেকে কয়েকটি আন্তর্জাতিক বৈঠকে দুই নেতা ভার্চুয়ালি যোগ দিলেও মুখোমুখি আলোচনা দু’জনের হয়নি।

এদিকে পুতিন ও সেন্ট্রাল এশিয়ান সিকিউরিটি গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠকের আগে গতকাল কাজাখস্তান সফর করেছেন জিনপিং। নীল রঙের স্যুট ও মুখে মাস্ক পরা জিনপিংকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। ওয়াশিংটন, জাপান ও ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীনা প্রেসিডেন্টের এই সফরকে আঞ্চলিক নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।

সূত্র: সমকাল
এম ইউ/১৫ সেপ্টেম্বর ২০২২

Back to top button