পূজার আগে বাড়ছে না মদের দাম
কলকাতা, ১৫ সেপ্টেম্বর – দুর্গাপূজার আগে রাম, ভদকা, হুইস্কির মতো বিলেতি মদের দাম বাড়াবে না পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। তবে দুর্গাপূজা ও কালীপূজার মৌসুম কেটে গেলে বিলেতি মদের দাম বাড়ানো হতে পারে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আবগারি দপ্তরের এক সূত্র।
গত সপ্তাহে একটি মহলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, পূজার আগেই রাজ্যে বিলেতি মদের দাম বাড়তে চলেছে। যা সুরাপ্রেমীদের জন্য জোরদার ধাক্কা ছিল। তবে এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই রাজ্য আবগারি দপ্তর সূত্রে খবর মিলছে, পূজার আগে বিলেতি মদের দাম বাড়ানো হচ্ছে না। অর্থাৎ আগের দামেই সুরাপান করতে পাবেন পশ্চিমবঙ্গের মানুষ।
একটি মহলের দাবি, পূজার সময় দাম বাড়লে যে বিলেতি মদের বিক্রি কমে যেত, তেমন নয়। পূজার সময় মানুষ একটু বেশি খরচ করতে রাজি থাকেন। মূলত, এই মুহূর্তে দর বাড়ানো হলে নতুন দামের মদের স্টক সব দোকানে পৌঁছে দেয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই আপাতত দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আবগারি দপ্তরের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। পুরোটাই সূত্রের মাধ্যমে খবর মিলেছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৫ সেপ্টেম্বর ২০২২