জাতীয়

রানি এলিজাবেথের শোক বইয়ে স্বাক্ষর করেছেন ড. মোমেন

ঢাকা, ১৫ সেপ্টেম্বর – ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে গিয়ে সেখানে রাখা শোক বইটিতে এ স্বাক্ষর করেন তিনি।

বইটিতে শোকবার্তায় ড. মোমেন লিখেছেন, ‘রানি দ্বিতীয় এলিজাবেথ সম্মান ও মর্যাদার সঙ্গে জীবন অতিবাহিত করেছেন এবং মানব ইতিহাসে একটি অতুলনীয় উত্তরাধিকার রেখে গেছেন।’

শোক বইয়ে স্বাক্ষর করার সময় মোমেনের পাশে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন।

এসময় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার দুবার সাক্ষাৎ হওয়ার স্মৃতিচারণ করেন ড. মোমেন। তিনি জানান, ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে রানির সফরের সময় এবং ২০১০ সালে নিউইয়র্কে জাতিসংঘে রানির সফরের সময় এই সাক্ষাতের সুযোগ হয়েছিল তার।

রানির প্রতি সম্মান প্রদর্শনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে এসময় ধন্যবাদ জানান হাইকমিশনার।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) গত ৮ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেন। সেই সঙ্গে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রানির শেষকৃত্য উপলক্ষে সেদিন ব্রিটেনে সরকারি ছুটি থাকবে।

জানা গেছে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৫ সেপ্টেম্বর ২০২২

Back to top button