বিচিত্রতা

একসঙ্গে সিনেমা দেখল ১২৭ কুকুর

সাদার ওপর কালো ছোপের ডালমেশিয়ান কুকুরদের নিয়ে ১৯৬৬ সালে নির্মিত হয়েছেল ‘১০১ ডালমেশিয়ানস’ নামে সিনেমা। দুই যুগের বেশি সময় পর ২০২২ সালে এসে ওই সিনেমাটি একসঙ্গে ১২৭টি কুকুরকে দেখানো হয়েছে। ব্যতিক্রমী এ ঘটনা স্থান করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায়ও। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ওরচেস্টার শহরের পেরডিসওয়েল লেইজার সেন্টারে। গত রবিবার এ আয়োজন করেন ২৩ বছর বয়সী কুকুর ব্যবসায়ী র‌্যাচেল মারি।

র‌্যাচেলের আশা ছিল আরও বেশি। তিনি সিনেমাটি দেখাতে ২০০ কুকুর হাজির করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ১২৭ কুকুর নিয়ে আগের রেকর্ড ভাঙতে হয় তাকে। এর আগে ২০১৯ সালে ব্রাজিলে দ্য সিক্রেট লাইফ অব পেটস-২ সিনেমাটি দেখাতে একত্র করা হয়েছিল ১২০টি কুকুর।

র‌্যাচেল জানান, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে অনেকে তাদের কুকুর নিয়ে আসেননি। রানি কুকুর ভালোবাসতেন। এ কারণে রানির মৃত্যুর পরও আয়োজনটা করতে চেয়েছিলাম। র‌্যাচেলের ওই আয়োজনে যে কেউ তার কুকুর নিয়ে উপস্থিত থাকতে পারতেন। তবে কিছু বাধ্যবাধকতাও ছিল। কুকুরগুলোর বয়স যে অন্তত এক বছর, তা নিশ্চিত করতে সেখানে ছিলেন একজন পশু চিকিৎক। বয়স নিয়ে এ নিয়ম অবশ্য বেঁধে দিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তাব্যক্তিরাই।

আইএ/ ১৫ সেপ্টেম্বর ২০২২

Back to top button