জাতীয়

‘ইনশাআল্লাহ যাচ্ছি, সবই উপরওয়ালার ইচ্ছা’

ঢাকা, ১৪ সেপ্টেম্বর – প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সঙ্গী হতে না পারলেও জাতিসংঘ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেওয়া উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইনশাল্লাহ যাচ্ছি। সবই ওপরওয়ালার ইচ্ছা।’ তবে তিনি বলেন, ’হঠাৎ করে যদি কোনও অসুবিধা হয় যে….। কেউ কেউ বাড়ন্তভাবে কিছু বলে থাকেন। আশা করি তারা বিষয়টি বুঝবে।’

এদিকে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী লিখিত বক্তব্য বলেন, ‘আমিসহ শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবো।‘

উল্লেখ্য গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ভারত সফরের শেষ মূহূর্তে সফরসঙ্গী হিসাবে বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ১৯ সেপ্টেম্বর যোগ দেবেন রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে। ওই অনুষ্ঠান শেষে তিনি যাবেন যুক্তরাষ্ট্রে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৪ সেপ্টেম্বর ২০২২

Back to top button