জাতীয়

জাতীয় পার্টির সব পদ হারালেন রাঙ্গা

ঢাকা, ১৪ সেপ্টেম্বর – জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে রাঙ্গাকে এ অব্যাহতি দেওয়া হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দলটি এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাঙ্গাকে অব্যাহতির আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী গণমাধ্যমকে বলেন, রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কী কারণে তা করা হয়েছে, আমি বলতে পারছি না। এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত।

উল্লেখ্য, মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য। তিনি একসময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করা হয়।

সূত্র: আরটিভি
এম ইউ/১৪ সেপ্টেম্বর ২০২২

Back to top button