ক্রিকেট

২০২৫ সাল অবধি বোর্ড সভাপতি থাকতে পারবেন সৌরভ, সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি সচিব জয় শাহরও

নয়াদিল্লী, ১৪ সেপ্টেম্বর – ভারতীয় ক্রিকেট বোর্ডে আরও তিন বছর থাকছেন সৌরভ গাঙ্গুলী ও জয় শাহ। সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন সৌরভ-জয় শাহরা।

বুধবার বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে এ নিয়ে শুনানি হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থায় ছয় বছর এবং বোর্ডে ছয় বছর দায়িত্বে থাকতে পারবেন একজন কর্মকর্তা। অর্থাৎ ১২ বছর দায়িত্ব সামলানোর পর কুলিং অফে যেতে হবে তাকে।
সেই অনুসারে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন। একই মেয়াদে বোর্ড সচিব হিসেবে থাকতে পারবেন জয় শাহও।

২০১৫ সালে পশ্চিমবঙ্গের ক্রিকেট সংস্থার দায়িত্ব নেন গাঙ্গুলী। ২০১৯ সালের ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেন সৌরভ।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ১৪ সেপ্টেম্বর ২০২২

Back to top button