জাতীয়

মুজিবনগর থেকে সীমান্ত পর্যন্ত ‘স্বাধীনতা সড়ক’ হবে

ঢাকা, ১৪ সেপ্টেম্বর – ঐতিহাসিক মুজিবনগর থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ‘স্বাধীনতা সড়ক’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রী গণভবনে ভারত সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এ সফরের উল্লেখযোগ্য অর্জন হিসেবে ভুটানের সঙ্গে রেল যোগাযোগ ও অন্যান্য আন্তসীমান্ত রেল সংযোগে ভারতের বিধিনিষেধ প্রত্যাহার করা হবে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রেলওয়ে সেবার মান বাড়াতে আইটি সল্যুশন বিনিময় করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মুজিবনগর থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ঐতিহাসিক “স্বাধীনতা সড়ক” চালু করা হবে।

২০২২ সালের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের বাণিজ্য কর্মকর্তাদের কাজ শুরু করার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৪ সেপ্টেম্বর ২০২২

Back to top button