করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৪০২
ঢাকা, ১৪ সেপ্টেম্বর – দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৪০২ জন। মঙ্গলবার শনাক্ত হয়েছিলেন ৪৩৫ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৩৬ জন এবং মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ১৬ হাজার ১৪৫ জন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৭ জন এবং এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৪৮৪ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮১৬টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৮১টি। এ পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৮ হাজার ৩১৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৮ দশমিক ৪১ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ১৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী ব্যক্তি পুরুষ। তিনি বরিশালে অবস্থান করছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৪ সেপ্টেম্বর ২০২২