ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু
ঢাকা, ১৪ সেপ্টেম্বর – ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে থাকা এক হাজতির অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। ওই হাজতির নাম মো. নইমুদ্দিন (৬৫)।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই হাজতিকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. রিয়াদ জানান, নইমুদ্দিন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির হাজতি নম্বর ২৫০/২০২২।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছ।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৪ সেপ্টেম্বর ২০২২