মাহমুদুল্লাহ বিশ্বকাপে থাকবেন কিনা নিশ্চিত নন নাজমুল হাসানও
ঢাকা, ১৪ সেপ্টেম্বর – ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে তিন দিনের অনুশীলন ক্যাম্প। এই ক্যাম্প শেষে আজ বুধবার দল ঘোষণা কবে বিসিবি। এর আগে প্রশ্ন উঠেছে- দলে মাহমুদুল্লাহর নাম থাকবে কি না। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এই স্পিন অলরাউন্ডারের ইস্যুতে খোলামেলা কথা বললেও পাকাপাকি কিছু বলছিলেন না। দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন আগেভাগেই মুখে তালা দিয়েছেন।
মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিলেন, বিশ্বকাপের স্কোয়াডে মাহমুদুল্লাহকে নাও দেখা যেতে পারে। তবে তিনি নিশ্চিত নন। একই সঙ্গে তিনি পথ দেখিয়ে বলেছেন, ‘মাহমুদুল্লাহ চাইলে তাকে মাঠ থেকে বিদায়ের ব্যবস্থা করে দেবে বিসিবি।’
বাংলাদেশ যে ভয়ডরহীন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাচ্ছে সেখানে মাহমুদুল্লাহর নাম ভাবনায় আছে কিনা এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেছেন,‘এখানে ইস্যুটা শুধুই মাহমুদুল্লাহকে নিয়ে না। আমরা এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়। এই বিশ্বকাপকে টার্গেট করে কিছু করলে হবে না। আপনাকে সামনের বিশ্বকাপকে (২০২৪) টার্গেট করে কিছু করতে হবে। এমন কোনো কোচ নেই, এমন কোনো বোর্ড নেই যে আপনাকে রাতারাতি টি-টোয়েন্টি ফরম্যাট সব ঠিক করে দেবে। এতো দিন যা হয়েছে, হয়েছে। আপনাকে লং টার্মে চিন্তা করতে হবে।’
‘সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করছি আমরা। এটার জন্য কিছু এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস অ্যান্ড ডাউন হবে। এজন্য আমাদেরকে মানিয়ে নিতে হবে। ওইটা যদি খারাপও হয় আমরা হতাশ হবো না। আমরা চাই ভালো হোক। ছয় বা সাত মাস বা এক বছর পর যদি স্ট্রং কোনো দল দাঁড়ায় যায় তাহলে তো ভালো…মাথায় থাকতে হবে সব কিছুই কিন্তু আমরা সামনের বিশ্বকাপের জন্য করছি।’
সেই ভাবনাতেও মাহমুদুল্লাহ টিকে যান কিনা এমন প্রশ্ন উঠছে। এবার নাজমুল হাসান সোজাসুজি উত্তর দিয়েছেন,‘এই মুহুর্তে আমার জন্য বলা কঠিন। কারণ হচ্ছে কি, কম্বিনেশনে ওরা কি চিন্তা করছে সেটা নিয়ে যতক্ষণ আমাকে না বলছে তাহলে তো বুঝতে পারছি না।’
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৪ সেপ্টেম্বর ২০২২