জাতীয়

করোনা সংক্রমণ বাড়ছে, শনাক্তের হার ১০ শতাংশের বেশি

ঢাকা, ১৩ সেপ্টেম্বর – দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩৫ জনে। এদিন নতুন করে শনাক্ত হয়েছে ৪৩৫ জনের। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জনে।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বুথ থেকে চার হাজার ১১১টি নমুনা সংগ্রহ করা হয়। নতুন ও পুরনো মিলে নমুনা পরীক্ষা করা হয় চার হাজার ১২২টি। এসব নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ৪৩৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলো ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জনের শরীরে।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১০ দশমিক ৫৫ শতাংশ। যা আগের দিন ছিল ৯ দশমিক ২৩ শতাংশ। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২৬৭ জন।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২২

Back to top button