ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু
ঢাকা, ১৩ সেপ্টেম্বর – দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও দুজন মারা গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৩ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে হাসপাতালে বর্তমানে চিকি’সাধীন রোগী ১ হাজার ২১৩ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল সোমবার মারা গেছে চারজন। হাসপাতালে ভর্তি হয়েছিল ৩৪৫ জন।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৩৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ১১৫ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন ।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২১৩ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৯৫ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবমতে, গত ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮ হাজার ১৯৬ জন।
এ সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে বছরের প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় গত ২১ জুন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা যায়নি। তবে গত বছর ২০২১ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। মারা যান ১০৫ জন।
সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২২