জাতীয়

মোমেনকে নিউইয়র্কে নৈশভোজের আমন্ত্রণ জানালেন জয়শঙ্কর

ঢাকা, ১৩ সেপ্টেম্বর – বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে নিউইয়র্কে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ পৌঁছে দেন।

ভারতীয় হাইকমিশনার জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আগামী ২২ সেপ্টেম্বর সাইডলাইনে একটি নৈশভোজের আয়োজন করবেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন।
ড. মোমেন সাদরে ওই আমন্ত্রণ গ্রহণ করেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ঢাকা থেকে বিদায় নিচ্ছেন। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তিনি বিদায়ী বৈঠক করেন।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২২

Back to top button