ইউরোপ

কাচের বাক্সে রানির ‘গোপন চিঠি’, খোলা হবে ২০৮৬ সালে

লন্ডন, ১৩ সেপ্টেম্বর – যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ হাতে লেখা একটি চিঠি রেখে গেছেন। সিডনির কুইন ভিক্টোরিয়া বিল্ডিংয়ের ভল্টের কাচের বাক্সে চিঠিটি রাখা আছে। চিঠিতে কী বার্তা- তা নিয়ে কৌতূহল আছে অনেকের মধ্যেই। তবে চিঠিটি ২০৮৫ সালে খোলার কথা বলে গেছেন তিনি। অর্থাৎ আরও ৬৩ বছর পর ভল্টটি খোলা যাবে। এরপরই জানা যাবে, কী লেখা আছে তাতে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৬ সালে চিঠিটি লিখেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। চিঠির বিষয়ে সিডনির মেয়রের প্রতি তিনি নির্দেশনাও দিয়ে গেছেন। সে অনুসারে আগামী ৬৩ বছরেও সেই চিঠি কেউ খুলে পড়তে পারবে না। চিঠিটি খুলতে হবে ২০৮৫ সালে। চিঠির লেখা পড়ে শোনাতে হবে সিডনিবাসীকে। ধারণা করা হচ্ছে, শহরবাসীর প্রতি রানী হয়তো কোনো বার্তা দিয়ে গেছেন।

সিডনির মেয়র আলবানেজ বলেন, রানী বলেছেন, ২০৮৫ সালের কোনো একটি দিন বেছে নিয়ে চিঠিটি খুলতে হবে। আর সিডনিবাসীকে আমার বার্তা পড়ে শোনাবেন। চিঠির খামে রানীর স্বাক্ষর ‘এলিজাবেথ আর’ লেখা আছে।

সিডনির বিখ্যাত কুইন ভিক্টোরিয়া বিল্ডিংটি কুইন ভিক্টোরিয়ার ডায়মন্ড জুবিলির সম্মানে ১৮৯৮ সালে উদ্বোধন করা হয়।

সূত্র: সমকাল
এম ইউ/১৩ সেপ্টেম্বর ২০২২

Back to top button