দক্ষিণ এশিয়া

ভারতের তেলিঙ্গানায় বৈদ্যুতিক স্কুটারের শো-রুমে আগুন, নিহত ৮

হায়দ্রাবাদ, ১৩ সেপ্টেম্বর – ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরের একটি বৈদ্যুতিক স্কুটার শোরুমে অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।গতকাল সোমবার রাতে নগরীর সেকেন্দরাবাদে এ ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রথমে শোরুমটির নিচতলায় আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত দ্বিতীয় তলার ‘রুবি হোটেলে’ ছড়িয়ে পড়ে। এ সময় হোটেলটিতে কমপক্ষে ২৫ জন অতিথি ছিলেন। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে বেশির ভাগ মানুষ মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর বেশ কয়েকজনকে উদ্ধার করেছে সেকেন্দরাবাদের ফায়ার সার্ভিস। এ সময় স্থানীয় অনেক মানুষ উদ্ধারকাজে সাহায্য করেছেন। এক ভিডিওতে দেখা গেছে, হোটেলে আটকেপড়া অনেক মানুষ জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করছেন।

হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ বলেছেন, দমকল বাহিনীর বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মেহমুদ আলি বলেন, ‘আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আটকেপড়াদের উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা করেছে। তারপরও প্রচণ্ড ধোঁয়ার কারণে কয়েকজনের মৃত্যু হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা আমরা তদন্ত করে দেখছি।’

এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: আমাদের সময়
এম ইউ/১৩ সেপ্টেম্বর ২০২২

Back to top button