জাতীয়

সাজেদা চৌধুরীর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে

ঢাকা, ১২ সেপ্টেম্বর – জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের দুঃসময়ে সৈয়দা সাজেদা চৌধুরী দলের অন্যতম কাণ্ডারীর ভূমিকা পালন করেছিলেন।

‘দেশ ও জনগণের কল্যাণে সৈয়দা সাজেদা চৌধুরীর অবদান ও ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে আমাদের রাজনৈতিক অঙ্গনে তথা দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।’

সৈয়দা সাজেদা চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ড. মোমেন।

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান সাজেদা চৌধুরী। নামাজে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর বনানী কবরস্থানে তাকে চিরশায়িত করা হবে।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২২

Back to top button