মধ্যপ্রাচ্য

অনিরাপদ গর্ভপাত: সৌদি আরবে প্রবাসী চিকিৎসক-নার্স গ্রেফতার

রিয়াদ, ১২ সেপ্টেম্বর – অনিরাপদ গর্ভপাতের অভিযোগে সৌদি আরবে একজন প্রবাসী চিকিৎস ও একজন প্রবাসী নার্সকে গ্রেফতার করেছে পুলিশ।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, অভিযুক্তরা সৌদি আরবের সুপরিচিত একটি হাসপাতালে কাজ করতেন। তারা মেয়াদোত্তীর্ণ মেডিকেল সরঞ্জামাদি ব্যবহার করছিলেন।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত দুইজনকে রিয়াদের স্বাস্থ্য মন্ত্রণালয় পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করেছে। তাদের ৬ মাস পর্যন্ত কারাদণ্ড এবং ১ লাখ সৌদি রিয়াল (২৬ হাজার ডলার) জরিমানা করা হতে পারে।
অভিযুক্তদের থেকে মেয়াদোত্তীণ যে সরঞ্জামাদি জব্দ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় তার একটি তদন্ত করবে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছি ‘প্রবাসী’।

গর্ভধারণকারীর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকলেই কেবল ৪ মাস পর্যন্ত সৌদি আরবে গর্ভপাত বৈধ। তবে ৩ সদস্যের একটি মেডিকেল বিশেষজ্ঞ দল গর্ভপাত প্রয়োজন কিনা সেটা নির্ধারণ করে।

সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২২

Back to top button