করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪শ’ ছাড়ালো
ঢাকা, ১২ সেপ্টেম্বর – দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি, তবে এসময় শনাক্ত হয়েছেন ৪২১ জন। রবিবার (১১ সেপ্টেম্বর) শনাক্তের সংখ্যা ছিল ৩১০ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৩৪ জন এবং মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জন।
সোমবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন সুস্থ হয়েছেন ২৯১ জন এবং এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৫৬৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৫৬০টি। এ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৪১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৯ দশমিক ২৩ শতাংশ এবং এখনও পর্যন্ত ১৩ দশমিক ৬২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ২১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২২