জাতীয়
ভারত সফর নিয়ে আজ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
ঢাকা, ১২ সেপ্টেম্বর – প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফর সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন। এ সময় লিখিত বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দেবেন।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে আওয়ামী লীগের একাধিক প্রেসিডিয়াম সদস্য নিশ্চিত করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দেশটিতে গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া দু’দেশের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২২