ঢাকা

মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে উলটো ফাঁসলেন পুলিশ কর্মকর্তা

ঢাকা, ১২ সেপ্টেম্বর – পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় খোদ গ্রেফতার পল্লবী থানার এএসআই মাহবুবুল আলমসহ তিনজন। তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর‌ হাকিম আতাউল্লাহের আদালতে জামিন শুনানি শেষে এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন-মো. রুবেল ও মো. সোহেল রানা।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আরেক পুলিশ সদস্য ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন।

এ সময় উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর আদালত তিন আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ জানা যায়, আসামি এএসআই মাহবুবুল আলমসহ তার সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে পথচারীর খলিলুর রহমানের পকেটে ঢুকিয়ে দেয়। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় মাহবুবুল আলম। পরবর্তীতে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়। এরপর তাকে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

একইসঙ্গে পল্লবী থানার উপপরিদর্শক খালিদ হাসান তন্ময় বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২২

Back to top button