জাতীয়

রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন

ঢাকা, ১২ সেপ্টেম্বর – গ্রেট ব্রিটেন এবং নর্থ আয়ারল্যান্ডের রাজা তৃতীয় চার্লসকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ব্রিটেনের সিংহাসনে আরোহণের জন্য এই অভিনন্দন জানানো হয়। খবর বাসসের।

শনিবার (১০ সেপ্টেম্বর) পাঠানো অভিনন্দনপত্রে রাষ্ট্রপতি বলেন, আগামী দিনগুলোতে আমাদের দুই কমনওয়েলথ দেশের মধ্যে সম্পর্ক অব্যাহতভাবে আরও জোরদার নিশ্চিতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

অভিনন্দনপত্রে আরও বলা হয়, ফাস্ট লেডি এবং আমি বাংলাদেশে ঐতিহাসিক রাজকীয় সফরের জন্য আপনাকে এবং কুইন কনসোর্টকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

এর আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে দেশটির নতুন রাজা হন তার ছেলে ও সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। স্থানীয় সময় শনিবার ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে আনুষ্ঠানিকভাবে তাকে দেশটির রাজা হিসেবে ঘোষণা করা হয়।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২২

Back to top button