চট্টগ্রাম

দেশ ছাড়তে পারবেন না চট্টগ্রামের ৫ শিল্পপতি, আদেশ আদালতের

চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর – চট্টগ্রামে ঋণ খেলাপির মামলায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলীসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
রোববার চট্টগ্রাম অর্থঋণ আদালতের জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম।

নিষেধাজ্ঞার আদেশপ্রাপ্ত অন্যরা হলেন- রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক সালমান হাবিব, ইয়াসিন আলী, তানভির হাবিব ও মাশরুফ হাবিব।

বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের বিরুদ্ধে ৪২ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ এনে মামলা করেছিল আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। সেই মামলায় রোববার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শিল্পপতি ইয়াকুব আলী ও চার পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

সূত্র: ডেইলি বাংলাদেশ
আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২২

Back to top button