ছিনতাইকারীর কবলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
ঢাকা, ১১ সেপ্টেম্বর – রাজধানীর মতিঝিলে ছিনতাইকারীর শিকার হয়েছেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রভাষক সামী হোসেন চিশতী।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয় এলাকাতেই ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সামী হোসেন চিশতী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে ছিনতাইকারীর কবলে পড়ি। এমন সময় ছাত্ররা এগিয়ে এসে ছিনতাইকারীকে ধরে ফেলে এবং ছিনতাই হওয়া আমার মোবাইল উদ্ধার করে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী জানায়, ছিনতাইকারী আগেও এখানে ছিনতাই করেছে। যে কারণে বিকালের শিফটের শিক্ষার্থীরা রাতে যাতায়াত করতে ভয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের সামনে বিকাল থেকে অস্থায়ীভাবে বাসগুলো রেখে দেয়া হয়। ফলে জায়গাটি মাদকাসক্ত ও ছিনতাইকারীদের আখড়ায় পরিণত হয়েছে।
এ দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী সন্দেহে ২৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের ভাষ্য অনুযায়ী তারা সবাই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। এরা দীর্ঘদিন ধরে রাতে পথচারীদের টাকা, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করতো।
এ তথ্য নিশ্চিত করে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর রাজধানীর কমলাপুর, শাহজাহানপুর, মতিঝিল, মুগদা, পল্টন, হাতিরঝিল এবং তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সূত্র: রাইজিংবিডি.কম
আইএ/ ১১ সেপ্টেম্বর ২০২২