টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা
আবুধাবি, ১১ সেপ্টেম্বর – দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস একটা বড় ফ্যাক্টর। এই মাঠে টস জয় মানে ম্যাচ জয় যেন অনেকটাই নিশ্চিত। এই ভাগ্যের খেলায় যে এগিয়ে থাকবে, তারই জয় প্রায় নিশ্চিত।
আগের চার ম্যাচ টানা জিতে আসা শ্রীলঙ্কা এশিয়া কাপের জমজমাট ফাইনালে এসে হেরে গেলো টসে। জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জিতেই ব্যাট করার জন্য শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নিজেরা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন।
টস জয়ের পর ফিল্ডিং নেয়ার কারণ হিসেবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। একটি দল হিসেবে অবশ্যই আপনি চাইবে ফাইনালে পৌঁছতে এবং শিরোপা জিততে। দল হিসেবে আমরা খুব ভালো খেলেছি। প্রতিটি ম্যাচেই আমরা একজন করে নতুন ম্যান অব দ্য ম্যাচ পেয়েছি। সবাই ম্যাচ জয়ের জন্য এগিয়ে আসতে চায়। কোনো ইনজুরি নেই। হাসান আলি এবং উসমান কাদিরের পরিবর্তে দলে ফিরেছেন শাদাব এবং নাসিম শাহ।’
শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘আমরাও চেয়েছিলাম প্রথমে বোলিং করতে। তবে, প্রথমে ব্যাট করতে হবে বলেও অখুশি নই। সবচেয়ে বড় কথা এটা ফাইনাল- এ কারণে আমরা প্রথমে ব্যাট করতে পারবো বলেই খুশি। আমার বেশ কিছু ভালো ক্রিকেট খেলেছি। এটাকেই ধরে রাখতে চাই। মধুশাঙ্কা এবং মহেস থিকসানা দুর্দান্ত বোলিং করছে। বিশ্বকাপের আগে আমাদের দারুণ ক্রিকেট খেলা হচ্ছে। ফাইনালের রেকর্ড আমাদের খুব ভালো এবং আমরা আরো একবার চ্যাম্পিয়নমিপের দিকেই তাকিয়ে আছি।’
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা একাদশ
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, চামিকা করুনারত্নে, ওয়ানিদু হাসারাঙ্গা, মহেস থিকসানা, প্রামোদ মধুসান এবং দিলশান মধুশঙ্কা।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ১১ সেপ্টেম্বর ২০২২