উত্তর আমেরিকা

৯/১১ হামলা: নিহতদের শ্রদ্ধা জানালেন বাইডেন

ওয়াশিংটন, ১১ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ হামলার ২১ বছর পূর্ণ হয়েছে রোববার (১১ সেপ্টেম্বর)। এ উপলক্ষে নিহতদের স্বরণ করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন। খবর এপির।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র তার ইতিহাসের ভয়াবহতম আক্রমণের শিকার হয়েছিল। এদিন আল-কায়েদার ১৯ জন সন্ত্রাসী মোট চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে বিভিন্ন শহরে একযোগে আঘাত হানে। ধ্বংস হয়ে যায় মার্কিন অর্থনৈতিক আধিপত্যের প্রতীক নিউইয়র্কের টুইন টাওয়ার। নিহত হয় প্রায় তিন হাজার মানুষ।

সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে বলা হয়,যেসব জায়গায় হামলা চালানো হয় সেখানে নিহতদের স্বজন ও গণ্যমান্য ব্যক্তিরা এরই মধ্যে ভিড় জমাতে শুরু করেছেন। জানা গেছে ওই দিন নিউইয়র্কের ওয়ালর্ড ট্রেড সেন্টার, পেন্টাগন ও পেনসিলভেনিয়া একটি মাঠে হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফ নিউইয়র্কের ন্যাশনাল সেপ্টম্বর ১১ মেমোরিয়ালের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

প্রেনিডেন্ট জো বাইডেন পেন্টাগনে পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তৃতা করবেন। তবে ফার্স্ট লেডি জিল বাইডেন পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে বক্তৃতা দেবেন।

মাত্র ৯০ মিনিটের ব্যবধানে সংঘটিত এই সন্ত্রাসী হামলা বলা চলে পুরো বিশ্বকেই বদলে দিয়েছে। এই সন্ত্রাসী হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্র নিজেকে ইতিহাসের দীর্ঘতম যুদ্ধে জড়িয়েছে। হামলা শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে একাতাবদ্ধ করেনি বরং নিরাপত্তা, অভিবাসন নীতিও বদলে দিয়েছে। বর্ণ বৈষম্য, জাতিগত বৈষম্য ও বিদ্বেষমূলক অপরাধ বাড়িয়েছে।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১১ সেপ্টেম্বর ২০২২

Back to top button