ইউরোপ

ব্রিটেনের রাজার সফর সঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রী লিজ

লন্ডন, ১১ সেপ্টেম্বর – যুক্তরাজ্যের চারটি অঞ্চল সফরে নতুন রাজা তৃতীয় চার্লসের সফরসঙ্গী হবেন দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য জাতীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে অঞ্চলগুলোতে এ সফরে যাচ্ছেন নতুন রাজা। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যজুড়ে জাতীয় শোকের নেতৃত্ব দেবেন রাজা তৃতীয় চার্লস। প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে সঙ্গে নিয়ে সোমবার বিকালে স্কটল্যান্ড, মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডে এবং শুক্রবার ওয়েলসে যাবেন তিনি।

শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মুখপাত্র তার রাজার সফরসঙ্গী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব নেন লিজ ট্রাস। রানির মৃত্যুর পর ১০ সেপ্টেম্বর পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে নতুন রাজার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন তিনি।

দীর্ঘ সাত দশক ধরে সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে মারা যান। ১৯৫২ সালে সিংহাসনে আরোহণের পর তিনি বিরাট সব সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন। বাকিংহাম প্রাসাদসহ রাজকীয় বিভিন্ন বাসভবনের সামনে বহু মানুষ ফুল দিয়ে প্রয়াত রানির জন্য শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। গির্জাগুলোতে ঘণ্টাধ্বনির পাশাপাশি বিভিন্ন শহরে তোপধ্বনি করা হয়েছে। ৭০ বছর ধরে দায়িত্ব পালন করা প্রয়াত রানির প্রতি শোক জ্ঞাপনের মধ্যেই ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে রাজার দায়িত্ব গ্রহণ করেন রানির জ্যেষ্ঠ পুত্র চার্লস ফিলিপ আর্থার জর্জ। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিংহাসনে অভিষেক ঘটে তার। অনুষ্ঠানে যুক্তরাজ্যের ছয় জন সাবেক প্রধানমন্ত্রী, আর্ক বিশপ জাস্টিন ওয়েলবেসহ অন্যান্য সিনিয়র রাজনৈতিক নেতাদের সাথে লিজ ট্রাসও উপস্থিত ছিলেন। পরে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন তিনি।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১১ সেপ্টেম্বর ২০২২

Back to top button