জাতীয়

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৩১০

ঢাকা, ১১ সেপ্টেম্বর – দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করে ৩১০ জন নতুন রোগী শনাক্ত হয়।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ৬২ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জনে। এ পর‌্যন্ত মোট ২৯ হাজার ৩৩৪ জনের মৃত্যু রয়েছে।

গত একদিনে ১৯২ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন।

গত একদিনে যে ৩১০ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তাদের মধ্যে ২৬০ জনই ঢাকা বিভাগের। দেশের ৪৩ জেলায় এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়নি।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১১ সেপ্টেম্বর ২০২২

Back to top button