দক্ষিণ এশিয়া

বিধানসভা ভোটের আগে গুজরাতে অশান্তি বাধাতে পারে আইএস! নিশানায় দক্ষিণপন্থী নেতারা

নয়াদিল্লী, ১১ সেপ্টেম্বর – গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বিলকিস বানোর দোষীদের মুক্তির ঘটনাকে হাতিয়ার করে গুজরাতে সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছে ওই জঙ্গিদল। ভারতে মৌলবাদী যুবকদের নিয়োগ করতে চাইছে তারা।
গুজরাত বিধানসভা নির্বাচনের আগে সাম্প্রদায়িক অশান্তি বাধিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে পারে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মদতপুষ্ট দল ‘ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ’(আইএসকেপি)। এমন আশঙ্কার কথাই জানাল গোয়েন্দা বিভাগ।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গুজরাত বিধানসভা নির্বাচনে অশান্তি বাধানোর ছক কষছে জঙ্গি দল। শুধু তাই নয়, দক্ষিণপন্থী নেতাদের উপর হামলা চালানোরও ছক কষছে তারা। গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বিলকিস বানোর দোষীদের মুক্তির ঘটনাকে হাতিয়ার করে গুজরাতে সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছে ওই জঙ্গিদল। অশান্তি বাধাতে ভারতে ওই জঙ্গিদলের কর্মীদের মৌলবাদী যুবকদের নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে গুজরাতে অস্থিরতা তৈরি করাই তাদের লক্ষ্য।

সূত্র: আনন্দ বাজার পত্রিকা
আইএ/ ১১ সেপ্টেম্বর ২০২২

Back to top button