করোনার কারণে মা হতে দেরি
মুম্বাই, ১১ সেপ্টেম্বর – গেলো আগস্টের ২০ তারিখ মাতৃত্বের স্নিগ্ধ অনুভূতি পেয়েছেন সোনম কাপুর। তার কোলজুড়ে এসেছে একটি পুত্রসন্তান। মুহূর্তেই কাপুর পরিবারে ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাস।
কিন্তু এতোদিন পর সম্প্রতি সোনম জানালেন নতুন তথ্য, তিনি ও তার স্বামী আনন্দ আহুজা ২০২০ সালেই সন্তান নিতে চেয়েছিলেন। সেই পরিকল্পনা ভেস্তে যায় মহামারি করোনাভাইরাসের কারণে!
যদিও লকডাউনের কারণে পৃথিবীর জনসংখ্যা বেড়ে যাবে বলেই আশঙ্কা করেছেন অনেকে। কিন্তু সোনমের ক্ষেত্রে হলো উল্টো। করোনাই বরং তার সন্তানধারণের পরিকল্পনা পিছিয়ে দেয়।
ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম কাপুর জানান, গত বছর নিজের জন্মদিনে স্বামী আনন্দকে বলেছিলেন, ‘আর অপেক্ষা করা উচিত হবে না।’ কারণ, মহামারির প্রভাব ততোদিনে কাটিয়ে উঠেছে বিশ্ব।
চলতি বছরের ২১ মার্চ সোনম ও আনন্দ ঘোষণা করেন, তাদের ঘরে আসতে চলেছে প্রথম সন্তান। তখন বেবিবাম্পের ছবি শেয়ার দিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসঙ্গে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে, তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
আগস্টে সন্তান পৃথিবীতে আসার পর দেওয়া এক যৌথ বিবৃতিতে সোনম-আনন্দ বলেছেন, ‘নতমস্তক ও প্রসারিত হৃদয়ে আমরা আমাদের ছেলে সন্তানকে স্বাগত জানিয়েছি। চিকিৎসক, নার্স, বন্ধু, পরিবার ও যারা আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা শুধু সূচনা, তবে আমরা জানি আমাদের জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে।’
উল্লেখ্য, ভারতের প্রভাবশালী ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সোনম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১৮ সালে।
আইএ/ ১১ সেপ্টেম্বর ২০২২