জাতীয়

যাত্রাবাড়ীতে রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ১১ সেপ্টেম্বর – রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টির আরবেন রেস্তোরাঁয় লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ৬টা ৭ মিনিটে যাত্রাবাড়ীর কলাপট্টির আরবেন রেস্তোরাঁয় আগুন লাগার খবর পেয়ে আট মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও ৯টি ইউনিট যোগ হয়ে মোট ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১১ সেপ্টেম্বর ২০২২

Back to top button