জাতীয়

৪৫ দেশের অংশগ্রহণে সোমবার থেকে ঢাকায় ‘ইন্টারপা’ সম্মেলন

ঢাকা, ১০ সেপ্টেম্বর – বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ অ্যাকাডেমির প্রধানদের নিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ অ্যাকাডেমিস সদস্যদের ‘১১তম ইন্টারপা সম্মেলন’। ইন্টারপা হচ্ছে পুলিশের ট্রেনিং ইনস্টিটিউটগুলোর সংগঠন।

‘ডিজিটালাইজেশন ইন পুলিশিং’ এই প্রতিপাদ্যে আগামী তিন দিনব্যাপী সম্মেলন হবে রাজধানীর কাওরান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলন উদ্বোধন করবেন।

শনিবার সকালে এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুরে পুলিশ স্টাফ কলেজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক জানান, বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্ত:সম্পর্ক বৃদ্ধি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠিত হবে এই ইন্টারপা সম্মেলন। পুলিশ স্টাফ কলেজের ব্যবস্থাপনায় এবার ১১তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার অংশ নেবে বাংলাদেশসহ ৪৪টি দেশের ১২৭ জন প্রতিনিধি। সম্মেলনে পুলিশের কর্মদক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা পালন করবে।

১৩ সেপ্টেম্বর কনফারেন্সে অংশ নেওয়া বিভিন্ন দেশের পুলিশ অ্যাকাডেমির প্রধানরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। ১৪ সেপ্টেম্বর কনফারেন্সের শেষ দিন প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২২

Back to top button