খাগড়াছড়ি

ফেসবুকে ‘সরকারবিরোধী পোস্ট’ দেওয়ার অভিযোগের পর শিক্ষা কর্মকর্তাকে বদলি

খাগড়াছড়ি, ১০ সেপ্টেম্বর – সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগ ওঠায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলামকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বদলি করা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক রূপক রায়ের সই করা প্রজ্ঞাপনে অজন্তা ইসলামকে বদলি করা হয়। অবশ্য প্রজ্ঞাপনে বদলির কারণ বলা হয়নি।

জানতে চাইলে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন গতকাল শুক্রবার রাতে বলেন, ‘শিক্ষা কর্মকর্তা বদলির প্রজ্ঞাপন এসেছে।

তবে কী কারণে বদলি করা হয়েছে, সেটা মন্ত্রণালয় বলতে পারবে। ’
সোমবার অজন্তা ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় সরকারবিরোধী পোস্ট দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা লিখিত অভিযোগ দেন।

সম্প্রতি ‘শুভ জন্মদিন বিএনপি’ লিখে নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন তিনি। এর পরই ছাত্রলীগের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২২

Back to top button