ইউরোপ

শনিবার আনুষ্ঠানিকভাবে রাজার দায়িত্ব নেবেন তৃতীয় চার্লস

লন্ডন, ১০ সেপ্টেম্বর – রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্যের নতুন রাজার দায়িত্ব বর্তায় রানির জ্যেষ্ঠ সন্তান প্রিন্স চার্লসের ওপর। তবে এ সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে শনিবার। এদিন স্থানীয় সময় সকাল ১০টায় লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে এক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন রাজার অভিষেক হবে। ব্রিটিশ রাজপরিবারের আবাসিক ও প্রশাসনিক কেন্দ্র বাকিংহাম প্যালেসের এক বিৃবতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

রাজপরিবার সূত্র জানিয়েছে, ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার করা হবে।

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, নতুন রাজা নিয়োগ সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা পরিচালিত হবে রাজকীয় পরিষদের (অ্যাকসেশন কাউন্সিল) তত্ত্বাবধানে। সেখান থেকেই রাজপরিবারের সব সদস্য এবং সংশ্লিষ্ট অন্যদের উপস্থিতিতে দেশের নতুন রাজাকে স্বীকৃতি দেওয়া হবে।

দীর্ঘ সাত দশক ধরে সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে মারা যান। ১৯৫২ সালে সিংহাসনে আরোহণের পর তিনি বিরাট সব সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন। বাকিংহাম প্রাসাদসহ রাজকীয় বিভিন্ন বাসভবনের সামনে শুক্রবার সারাদিন অসংখ্য মানুষ ফুল দিয়ে প্রয়াত রানির জন্য শোক ও শ্রদ্ধা প্রকাশ করেন। গির্জাগুলোতে ঘণ্টাধ্বনির পাশাপাশি বিভিন্ন শহরে তোপধ্বনি করা হয়। রানির ছেলে রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণের আনুষ্ঠানিকতাকে ব্রিটিশ ইতিহাসের এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২২

Back to top button