এশিয়া

চলতি বছর ৩০ মিলিয়ন টন শস্য রপ্তানি করবে রাশিয়া: পুতিন

মস্কো, ৯ সেপ্টেম্বর – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চলতি বছরের শেষ অবধি রাশিয়া ৩০ মিলিয়ন টন শস্য রপ্তানি করবে। মস্কো এটা ৫০ মিলিয়ন পর্যন্ত বাড়াতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। সেই থেকে কৃষ্ণসাগরের বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেন উভয় দেশের শস্য রপ্তানি বন্ধ ছিল। জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় উভয় দেশ শস্য রপ্তানিতে সম্মত হয়।

তবে বুধবার এক বক্তব্যে পুতিন অভিযোগ করে বলেছেন, ইউক্রেনের শস্যের অধিকাংশ ইউরোপের ধনী দেশগুলোতে যাচ্ছে। নভেম্বরে চুক্তির মেয়াদ বাড়ানোর সময় শর্তে পরিবতর্ন আনবেন বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন।
এদিকে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে বলা হয়েছে, নতুন করে খারকিভ অঞ্চলে সেনা পাঠাচ্ছেন তারা। সম্প্রতি এই অঞ্চলে ইউক্রেনের সেনারা সফলতা দাবি করেছে।

সূত্র:বিডিপ্রতিদিন
আইএ/ ৯ সেপ্টেম্বর ২০২২

Back to top button