জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কটূক্তি, গ্রেফতার এক

ঢাকা, ০৯ সেপ্টেম্বর – প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে তাওহীদ ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। আজ শুক্রবার গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সাইবার ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) অমিত কুমার দাশ বিষয়টি জানান।

তিনি বলেন, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে রাষ্ট্রের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ভারত সফর ও দেশের বিভিন্ন সংবেদনশীল ও সার্বভৌমত্বকে আঘাত করে এমন মন্তব্য করা পোস্ট চোখে পড়ে। তখন এটি নিয়ে কাজ শুরু করে সিটি সাইবার পুলিশ।

সাইবার এই পুলিশ কর্মকর্তা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ফেসবুক আইডিটি শনাক্ত করে তার অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে তাওহীদ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও একটি সিম জব্দ করা হয়।

রমনা মডেল থানার মামলায় গ্রেপ্তার তাওহীদকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান সাইবার পুলিশের এই কর্মকর্তা।

সূত্র: আমাদের সময়
এম ইউ/০৯ সেপ্টেম্বর ২০২২

Back to top button