জাতীয়

ইসি ঠিক করবে নির্বাচন ইবিএম না ব্যালটে হবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ, ৯ সেপ্টেম্বর – নির্বাচন ইভিএম না ব্যালটে হবে তা ঠিক করবে কমিশন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএম না ব্যালট- তা ঠিক করবে নির্বাচন কমিশন।

শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি দেশে আগুন সন্ত্রাস আর জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। তারা আবারও আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের শরীরে শেষ বিন্দু পরিমাণ রক্ত থাকতে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না।
তিনি বলেন, দেশের মানুষ আর ঘোলা পানিতে মাছ শিকার করতে দিবে না। সাহস থাকলে দেশে এসে রাজনীতি করেন।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ৯ সেপ্টেম্বর ২০২২

Back to top button