সেবা ও ত্যাগের অনন্য নজির গড়েছেন রানি এলিজাবেথ
ঢাকা, ০৯ সেপ্টেম্বর – এক শোকবার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, রানি দ্বিতীয় এলিজাবেথ কেবল কমনওয়েলথভুক্ত দেশগুলোর আড়াই বিলিয়ন মানুষের বন্ধনের ভিত্তি ছিলেন না, তিনি ছিলেন করুণা, মর্যাদা, প্রজ্ঞা আর সেবার মূর্ত প্রতীক।
ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে অসীন রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার ব্রিটিশ প্রধানন্ত্রী লিজ ট্রাসের উদ্দেশে লেখা এক শোকবার্তায় তিনি বলেছেন, ‘রানি দ্বিতীয় এলিজাবেথ কেবল কমনওয়েলথভুক্ত দেশগুলোর আড়াই বিলিয়ন মানুষের বন্ধনের ভিত্তি আর শক্তিই ছিলেন না, তিনি ছিলেন করুণা, মর্যাদা, প্রজ্ঞা আর সেবার মূর্ত প্রতীক।’
তিনি আরও বলেন, ‘মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের আকস্মিক মৃত্যুতে আমি আপনার মাধ্যমে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে গভীর শোক এবং যুক্তরাজ্যের জনগণের উদ্দেশ্যে আন্তরিক সমবেদনা জানাই।’
রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজপরিবারের সকল সদস্য এবং যুক্তরাজ্যের শোকাহত জনগণের সঙ্গে আমরাও সমব্যথী।’
প্রধানমন্ত্রী লিখেছেন, সমকালিন বিশ্ব ইতিহাসের একজন কিংবদন্তি এবং সবচেয়ে দীর্ঘ সময় ব্রিটিশ সিংহাসনের অধিষ্টাত্রী হিসেবে রানি এলিবাজেথ কর্তব্য, সেবা ও ত্যাগের অনন্য নজির গড়ে গেছেন এবং বিশ্বজুড়ে অগণিত প্রজার জন্য আন্তরিকতার এক অতুলনীয় ঐতিহ্য রেখে গেছেন।
শেখ হাসিনা বলেছেন, রানি দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের মানুষের জন্য সাহস, দৃঢ়তা আর অনুপ্রেরণার এক অসাধারণ উত্স হয়ে থাকবেন; বাংলাদেশে তার দুই দফা রাজকীয় সফরের কথা এ দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
সূত্র: আমাদের সময়
এম ইউ/০৯ সেপ্টেম্বর ২০২২