জাতীয়

ফের মিয়ানমার সীমান্তে গুলির আওয়াজ

বান্দরবান, ০৯ সেপ্টেম্বর – মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি এখনো থামেনি। সে শব্দ শোনা যাচ্ছে বাংলাদেশের বান্দরবানের ঘুমধুম সীমান্ত এলাকা থেকেও। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শোনা গেছে ভারী গুলির শব্দ। এ ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে আবারও বড় ধরনের গুলির শব্দে এপারের স্থলভূমি কাঁপছে। মনে হচ্ছে মর্টার শেল ছোড়া হচ্ছে সেখানে। ’

সীমান্ত এলাকায় বসবাসরতরা বলছে, ‘গুলি, বোমা ও শেলের বিস্ফোরণের আতঙ্কে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সীমান্ত এলাকার জমিতে আমাদের ক্ষেতখামার পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে। ’

ঘুমধুম ইউনিয়নের গ্রাম পুলিশ আবদুর রহিম জানান, গত রবি ও সোমবার দুই দিন বন্ধ থাকার পর গত তিন দিন ধরে চলছে টানা গোলাগুলির ঘটনা।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক সাংবাদিকদের জানান, গতকালও সীমান্তের ওপারে গোলাগুলির বিষয়টি শোনার পর ওই এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/০৯ সেপ্টেম্বর ২০২২

Back to top button