ইউরোপ

রানির মৃত্যু: যে নতুন উপাধি পাবেন প্রিন্স উইলিয়াম ও কেট

লন্ডন, ০৯ সেপ্টেম্বর – ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

গতকাল বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান তিনি। প্রায় ৭০ বছর পর ব্রিটেনের কোনো রাজা বা রানির মৃত্যুতে দেশটির রাজতন্ত্রে বড় পরিবর্তন দেখতে চলেছে বিশ্ব।

মায়ের মৃত্যুর পর ৭৩ বছর বয়সে ‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে বসছেন প্রিন্স চার্লস।

এদিকে রাজা চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম সিংহাসনের উত্তরাধিকারী হবেন এবং ‘ডিউক অব কর্নওয়াল’ উপাধি পাবেন। অন্যদিকে কেট, যিনি আগে ‘ডাচেস অব কেমব্রিজ’ ছিলেন তিনি উত্তরাধিকারসূত্রে ‘ডাচেস অব কর্নওয়াল’ উপাধি পাবেন।

আগামী কিছুদিনের মধ্যেই তাকে ‘প্রিন্স অব ওয়েলস’ হিসেবে রাজা চার্লস নিয়োগ দেবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: সমকাল
এম ইউ/০৯ সেপ্টেম্বর ২০২২

Back to top button