ব্যবসা

চাল-সবজির দাম কমতি, মাছ-ডিমের চড়তি

ঢাকা, ০৯ সেপ্টেম্বর – বাজারে চালের দাম কমতে শুরু করেছে। বিপুল পরিমাণ চাল আমদানি করায় বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। সবজির দাম কমলেও বেড়েছে ডিমের দাম। মাছের দাম এখনো চড়া।

গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজার, বাবুবাজার, রামপুরা বাজার ও জোয়ারসাহারা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে মোটা চাল ব্রি-২৮ ও পাইজাম কেজিতে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত কমে ৫৪ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। চিকন চালের মধ্যে মিনিকেট বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭২ টাকায়।

৯০ হাজার ৬০০ মেট্রিক টন চাল আমদানি

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকার জুনের শেষ দিকে ধাপে ধাপে ১০ লাখ মেট্রিক টন চাল বেসরকারিভাবে আমদানির অনুমতি দেয়। এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বৈদেশিক সংগ্রহ) মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘ভারত থেকে এ পর্যন্ত ৯০ হাজার ৬০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। ’

কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা চাল ব্যবসায়ী ঢাকা রাইস এজেন্সির মালিক মো. সায়েম বলেন, ‘মোটা চালের মধ্যে ব্রি-২৮ বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকা। ’

রাজধানীর বাবুবাজারের পাইকারি চাল ব্যবসায়ী মো. সলিম উল্লাহ বলেন, ‘চিকন চাল মিনিকেট ও নাজিরশাইল বস্তায় কমেছে ১০০ থেকে ১৫০ টাকা। ’

ডিম ডজনে ১০-১৫ টাকা বেড়েছে

গত সপ্তাহে খুচরা বাজারে প্রতি ডজন ডিম ছিল ১১৫ থেকে ১২০ টাকা। ডজনে ১০ থেকে ১৫ টাকা দাম বেড়ে এখন তা ১৩০ থেকে ১৩৫ টাকা। খুচরা ডিম ব্যবসায়ীরা বলছেন, ‘পাইকারিতে ডিমের দাম বাড়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ’

কমছে সবজির দাম

কয়েক দিনের ব্যবধানে সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ খুচরায় বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

মাছের দাম চড়া

রাজধানীর বাজারগুলোতে মাছ চড়া দামে বিক্রি হতে দেখা যায়। মাঝারি তেলাপিয়া প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা। পাঙ্গাশ প্রতি কেজি ১৬০ টাকা এবং এক-দেড় কেজি ওজনের রুই ২৮০ থেকে ৩০০ টাকা।

সূত্র: কালের কণ্ঠ
আইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২২

Back to top button