জাতীয়

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ০৯ সেপ্টেম্বর – ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সত্তর বছর ধরে যুক্তরাজ্যের সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে মৃত্যুবরণ করেন। ৯৬ বছর বয়সী রানি গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে এলিজাবেথ আলেক্সান্দ্রা মেরি উইন্ডসরের জন্ম। তিনি ১৯৫২ সালে সিংহাসনে আরোহণ করেন। উইনস্টন চার্চিল থেকে লিজ ট্রাস পর্যন্ত রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকালে ১৫ জন প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২২

Back to top button